ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ
আগস্ট ২০, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবস টি পালন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিগঞ্জ চৌরাস্তা মোড়ে পথ সভায় মিলিত হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম রাজিব, সাদ্দাম হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান হাবলু। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক খায়রুল আলম ও শেখ রবিউল ইসলাম, স্বনির্ভর সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, শ্রমিক দলের সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক শুকুর আলী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ১২ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার আদায় এবং জাতীয়তাবাদী চেতনা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলের আন্দোলন ও সংগ্রামে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।