ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদক ও মানব পাচার প্রতিরোধে মতবিনিনয় সভা অনুষ্ঠিত

Link Copied!

মাদকের ভয়াবহ ছোবলের হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে সবাইকে প্রথমে নিজ পরিবার ,সমাজ ,দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেজন্য আমাদের সমাজের নানান শ্রেণী পেশার মানুষদের নিয়ে উপজেলা প্রশাসন সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এক যোগে কাজ করে মাদক কারবারি এবং মাদক সেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মানব পাচার কারীকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। এজন্য উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ডে মাদক ও মানব পাচার প্রতিরোধে কমিটি গঠন করতে হবে। যে কোনো মাদক ও মানব পাচারের বিষয়ে সরাসরি আমার কাছে ফোন করে অথবা সরাসরি জানানোর আহ্বান জানান। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তঊত্ত্বাবধানে এবং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাদক ও মানব পাচার প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন । উক্ত আলোচনা সভায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় এবং কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তবষষষ্ঠশধ্যৈঐশ্ল ইউপি সদস্য আব্দুর গফফার, খায়রুল ইসলাম ওয়াহিদুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, আকলিমা খাতুন তাহমিনা বেগম প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান সাংবাদিক হাফিজুর রহমান শফিউল্লাহ কাজী শহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়াগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ আবুবক্কার বিজয় সরকার সাইফুল ইসলাম। বক্তারা উপজেলায় বিভিন্ন মাদক কারবারি এবং মাদক সেবী প্রতিরোধে নানান বক্তব্য তুলে ধরে সবাইকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়।