ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগরে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামীকে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় এবং শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির মোল্লা-এর নেতৃত্বে শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) ভোররাতে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই (নিঃ) মোহাম্মদ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নকিপুর এলাকায় হানা দেন।

অভিযানে মৃত আজিজ ক্যাশিয়ারের টিনশেড ভাড়াবাসা (বাদিনির ভাড়া করা বাসা) থেকে ধরা হয় মামলার মূল আসামী নিশিকান্ত মন্ডল (৪৩), পিতা-গৌরপদ মন্ডল, মাতা-সুন্দরী মন্ডল, সাং-পরানপুর, ইউনিয়ন-কৈখালী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।

তার বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং-২১, তারিখ-২০/০৯/২০২৫ খ্রি., ধারা— নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়।

গ্রেফতারের পর তাকে থানায় আনা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।