ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় বন্ধে টাস্কফোর্স অভিযান

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
আগস্ট ২৫, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় জনস্বাস্থ্য রক্ষায় নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল সকাল সাড়ে ৯ টা থেকে সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালিত হয় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায়। এতে বিজিবি, ঔষধ প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অংশ নেন।

জানা যায়, ব্রক্ষ্মরাজপুর বাজারের কিছু ফার্মেসিতে সরকার কর্তৃক নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমসহ ২০ জন বিজিবি সদস্য, ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন এবং ৫ জন পুলিশ সদস্য।

অভিযানকালে নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মেসার্স শিবনাথ মেডিকেল হলের মালিক পলাশ কুমার সাহাকে ৫ হাজার টাকা, মেসার্স জয়া মেডিকেল হলের মালিক দিলীপ কুমার সাহাকে ১০ হাজার টাকা এবং মেসার্স সালমান মেডিকেলের মালিক মো. সেলিম হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১৮ হাজার টাকা।

জব্দকৃত নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত সাধারণ মানুষ বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান এবং জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।