ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৮ বোতল ভারতীয় মদসহ ৬ লাখ ৭ হাজার টাকার মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ বোতল ভারতীয় মদসহ প্রায় ৬ লাখ ৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালী, মাদরা, তলুইগাছা, হিজলদী, চান্দুরিয়া এবং বাকাল চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৩ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানার চান্দা আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই স্থানে অভিযান চালিয়ে ১,৪০,০০০/- টাকার ভারতীয় ঔষধও আটক করা হয়।

এছাড়াও পৃথক অভিযানে—

কুশখালী বিওপি ছয়ঘরিয়া এলাকা থেকে ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ,

হিজলদী বিওপি বিএসপি পোস্ট এলাকা থেকে ৩৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ,

তলুইগাছা বিওপি নটিজঙ্গল ও চারাবড়ি এলাকা থেকে ২,১০,০০০/- টাকার ভারতীয় ঔষধ,

চান্দুরিয়া বিওপি গোয়ালপাড়া এলাকা থেকে ৭০,০০০/- টাকার ভারতীয় ঔষধ,

বাকাল চেকপোস্ট খানপুর এলাকা থেকে ১,০৫,০০০/- টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

সবমিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬,০৭,০০০/- (ছয় লাখ সাত হাজার) টাকা।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল অবৈধভাবে বাংলাদেশে পাচার করছিল। এভাবে চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে উদ্ধারকৃত মদ সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।