ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জের কৃষ্ণনগর পল্লীতে ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর জগবাড়িয়া খাল সংলগ্ন নেংগীর বিলে মিশ্রচাষের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।

ভুক্তভোগী কৃষ্ণনগর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে পাশ্ববর্তী ঘের মালিক শহিদ মোড়লের মাধ্যমে খবর পান তার ঘেরে মাছ মরে ভেসে উঠছে। ঘটনাস্থলে গিয়ে দেখেন, তার ৪ বিঘা জমিতে ধানের সাথে মিশ্রচাষকৃত ভাংগাল, ভেটকি, তেলাপিয়া ও চিংড়িসহ সব মাছ মরে গেছে।

তার অভিযোগ, জমি-জায়গা সংক্রান্ত শত্রুতার জেরে তার শালা শ্রীরামপুর গ্রামের শফিকুল ইসলাম ও শাহাদাৎ হোসেন এবং শাহাদাতের ছেলে ফজলুল হক বাবু এ নাশকতা ঘটাতে পারে।

পাশ্ববর্তী ঘের মালিক শাজাহান কবির জানান, তিনি দীর্ঘদিন ধরে এ বিলে ঘের করে আসছেন। কিন্তু কখনো এমন ঘটনা ঘটেনি। প্রায় ৭-৮ মাস আগে জমি নিয়ে বিরোধের পর ইসমাইলের ঘেরে এটি দ্বিতীয় দফায় বিষ প্রয়োগ হলো। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ভুক্তভোগী ইসমাইল হোসেন প্রশাসনের কাছে ঘটনার তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহাদাৎ হোসেন ও তার ছেলে বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে তাদের কোনো শত্রুতা নেই। কেন এমন অভিযোগ আনা হয়েছে তা তারা জানেন না। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খোঁজ নেবেন বলে জানান তারা।