ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে গরু ব্যবসায়ীকে পিটিয়ে অস্ত্রের মুখে লক্ষাধিক টাকা ছিনতাই

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গান্ধুলিয়া সড়ক এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ১ গরু ব্যবসায়ীকে পিটিয়ে অস্ত্রের মুখে ১ লাখ টাকা ছিনতাই করে পালিয়েছে আলামিন বাহিনীর ছিনতাই চক্রের সদস্যরা। শনিবার (৬ সেপ্টেম্বর ) রাত আনুমানিক পৌনে ১০ টার সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গান্ধুলিয়া সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার গান্ধুলিয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের পুত্র গরু ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সাদ্দামকে (৩৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সাদ্দাম এ প্রতিনিধিকে জানান তার বাড়িতে ১টি বড় গরুর ফার্ম আছে। সেখান হতে ১ টি গরু গত বুধবার কদমতলা গ্রামের খোকনের নিকট বিক্রি করি। গরু বিক্রির বাকি ১ লক্ষ টাকা শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে রতনপুর বাজারে এসে খোকন আমাকে দিয়ে যায়। বাজারের কাজ শেষে উক্ত টাকা নিয়ে রতনপুর বাজার হতে রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে মোটরসাইকেল যোগে ১ টি ফিডের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি গান্ধুলিয়া সড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী আলামিন সহ তার বাহিনীর মুখোশধারী ২ সদস্যকে নিয়ে আমার পথ আটকে মাথায় অস্ত্র ঠেকিয়ে, বেধড়ক পিটিয়ে কাছে থাকা ১ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারি আলামিন একই গ্রামের মৃত নুরুল ইসলাম গাইনের পুত্র। ছিনতাইকারী আল আমিনের বাড়ি তার বাড়ির সাথে হওয়ায় গরু বিক্রির টাকা সম্পর্কে সে পূর্বে থেকে অবগত ছিল । যে কারণে রতনপুর বাজারে টাকা দেওয়ার বিষয়টি সে জানতে পেরে তার বাহিনীর সদস্যদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে এ প্রতিনিধিকে জানান। খবর পেয়ে থানার উপ -পরিদর্শক আমির হোসেন রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ ভ্যান যোগে ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি কাঠের লাঠি উদ্ধার এবং ঘটনা স্থল পরিদর্শন করেন। ওই সময় স্থানীয়রা জানান ছিনতাইকারি আলামিন একজন মাদকাসক্ত ,মাদক ব্যবসায়ী এবং এলাকার চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজির গডফাদার। কিছুদিন আগেও এক মহিলার স্বর্ণের চেন ছিনতাইয়ের অভিযোগ ছাড়াও অবৈধ কাজ নিষেধ করায় তার মাকে পিটানোর ঘটনায় এলাকাবাসী গণপিটুনি দিয়ে বেধে পুলিশে সোপর্দ করে। পরে রহস্যজনক কারণে সে থানা থেকে বেরিয়ে এসে আবারো এলাকায় তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত ছিনতাই, চাঁদাবাজির কাজ অব্যাহত রেখেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।