ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে সংখ্যালঘুর জমিতে চলছে চতুর্থ দিনের জবরদখলের কাজ

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
আগস্ট ২১, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের চম্পাফুল কালীবাড়ি বাজারে সুনীল মণ্ডলের জমি চতুর্থ দিন আজ বৃহস্পতিবারও জবরদখল প্রক্রিয়া অব্যহত রয়েছে। দু’ সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকা জাল দলিল সৃষ্টিকারি কমল মণ্ডল ও তার স্ত্রী অমৃতা মণ্ডল এর ঘরের তালা ভেঙে তাদের বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে বুধবার রাতে জবরদখলকৃত জমিতে বানানো ঘরে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন সামাদ গাজী।

প্রত্যক্ষদর্শী কালিবাড়ি বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে আসা একই এলাকার সাইফুল ইসলাম, রমজান আলীসহ কয়েকজন জানান, জবরদখলের তৃতীয় দিন বুধবার রাাতে বন্ধ থাকা ঘরের তালা ভেঙে সামাদ গাজী কমল মণ্ডলের মিটার থেকে বিদ্যুৎ নিয়ে জবরদখলকৃত জমিতে বানানো ঘরে আলো জ্বালে। বৃহষ্পতিবার থেকে ওই দখল প্রক্রিয়া অব্যহত রাখে।

সাইফুল ইসলাম ও রমজান আলী জানান, তিন বিঘা ৫ কাঠা অর্পিত সম্পত্তির মালিক সরকারের বিরুদ্ধে মামলা করে জিতে যান সুনীল মণ্ডল। ওই জমির কয়েক শতক জবরদখল করে সেখানে রাইস মিল বানানোয় তা উচ্ছেদ করতে দেওয়ানী ৪৮৮/২১ নং মামলা করেন সুনীল মণ্ডল। যার সাক্ষীর জন্য আগামি ২৪ আগষ্ট দিন ধার্য আছে কালিগঞ্জ সহকারি জজ আদালতে। এ ছাড়া হাজারী লাল মণ্ডলের কাছ থেকে কেনা ৪১ শতক জমি নিয়ে এডিসি রেভিনিউ কোর্টে ৫৭/২৩ নং মামলা বিচারাধীন রয়েছে। গত ১৫ দিন ধরে কমল মণ্ডল ও তার স্ত্রী অমৃতা মণ্ডলকে পাওয়া যাচ্ছে না। তদের ঘরে তালা মারা। যদিও বুধবার রাতে কমল মণ্ডলের ঘরের তালা ভেঙে তাদের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে জবরদখলকৃত জমিতে আলো জালাচ্ছেন ও ফ্যান চালাচ্ছেন। তারা আশঙ্কা করছেন জালজালিয়াতির মাধ্যমে জমি জবরদখল করতে কমল মণ্ডল ও তার স্ত্রী অমৃতা মণ্ডলকে হত্যা করে লাশ গুম করেছেন সামাদ গাজী। এরপরপরই সুনীল মণ্ডলের জমি জবরদখলে নেমেছেন তিন ভাইপোকে হত্যা ও এক ব্রাহ্মণের স্ত্রীকে ধর্ষণ মামলার আসামী সামাদ গাজী।

এ ব্যাপারে সামাদ গাজী বলেন, সুনীল মণ্ডলের কোন কাগজ নেই। কমল মণ্ডল ও তার স্ত্রী চিকিৎসার জন্য ভারতে গেছে। কয়েকদিন পর তারা ফিরে আসবে বাড়িতে।