কালিগঞ্জ সরকারি হাসপাতালে অজ্ঞাতনামা নারীর সন্তান প্রসব করেছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: বুলবুল কবীরের সার্বিক নির্দেশনায় মা ও শিশু'র সার্বক্ষনিক তত্ত্বাবধানে আছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বৃন্দ।