সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাচাই গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অর্জুন বিশ্বাস নামে তিন বছরের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে।
অর্জুন বিশ্বাস ছিলেন রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসের পুত্র। খেলার সময় অসাবধানতাবশত লোকচক্ষুর আড়ালে পুকুরে পড়ে গেলে শিশুটি পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খুঁজে উদ্ধার করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অর্জুন ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সবার প্রিয়। তার অকাল মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।