ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে জব্দকৃত চিংড়ি বিনষ্ট: ৪০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাড়িতে গোপন আস্তানা গেড়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর )বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পুশ করা বাগদা চিংড়ি জনসমক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে দেন। অসাধু ব্যবসায়ী জয়নাল আবেদীন কালিকাপুর গ্রামের নওশের আলীর পুত্র। যে দীর্ঘদিন বাড়িতে গোপন আস্তানায় ফেলে অধিক লাভের আশায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করে বিভিন্ন মাছের ডিপোতে বিক্রি করে আসছিল। অভিযান পরিচালনার সময় থানার উপ পরিদর্শক সাব্বির আহমেদ সহ স্থানীয় ব্যবসায়ী সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।