ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে হত্যা চেষ্টা মামলার মূল হোতা কিশোর গ্যাংয়ের অমিত আটক

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
অক্টোবর ১৫, ২০২৫ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

মাদক কাণ্ডে ফুঁসলিয়ে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নদীর পাড়ে নিয়ে টাকা ,মোবাইল ছিনতাই কালে বাধা দেওয়ায় গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা মামলার মূল হোতা মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের শরিফুল ইসলাম ওরফে অমিতকে পুলিশ আটক করেছে। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওরফে অমিত (১৭) সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের রেজাউল পাড়ের পুত্র। ছুরিকাঘাতে জখম নাঈম ইসলাম তুহিনের পিতা বাজার গ্রাম রহিমপুর গ্রামের আবুল কালামের মঙ্গল রাতে দায়ের করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক শাহাদাত হোসেন ভোরে অভিযান চালিয়ে নলতা থেকে তাকে গ্রেফতার করে । গত সোমবার রাত আনুমানিক ৮ টার দিকে শরিফুল ইসলাম ওরফে অমিত বাড়ি থেকে বন্ধু নাঈম ইসলাম তুহিনকে ডেকে নিয়ে কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে কাকশিয়ালি নদীর পাড়ে অন্ধকারে নির্জনে নিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ে বাধা দেওয়ায় গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টা করে পালিয়ে যায়। ওই সময় তার ডাক চিৎকারে বিএনপি অফিসের সামনের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এর আগেও গত ১১ মার্চ সন্ধ্যায় ইন্দ্রনগর হুসেইনা জামে মসজিদ থেকে ইফতার শেষে সাইফুল ইসলাম নামে এক যুবক বাড়ি ফেরার পথে মাদকাসক্ত কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম ওরফে অমিত তাকে একা পেয়ে পিছন থেকে জাপটে ধরে মাটিতে ফেলে উপযুপরি ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা চেষ্টা করে। উক্ত ঘটনার মামলায় সে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল হাজত থেকে বাগেরহাট শিশু সংশোধনাগারে ছিল। সেখান থেকে গত সপ্তাহখানেক আগে জামিনে বাড়িতে এসে আবারো সে একই ঘটনা ঘটিয়ে বর্তমান জেলা হাজতে।