ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জার্মান প্রবাসী তারিকুল হকের পক্ষে সহায়ক উপকরণ বিতরণ

আবুল হুসাইন, নিজস্ব প্রতিনিধিঃ
আগস্ট ২৯, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জার্মান প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সদস্য তারিকুল হকের পক্ষে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এমজেএফ) এর আয়োজনে এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ছয়জন ছাত্র-ছাত্রীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়—দুটি হুইলচেয়ার, একটি ছাগল, একটি চায়ের দোকানের সরঞ্জাম, একটি ব্যাটারিভ্যানের যন্ত্রাংশ এবং ঋষি সম্প্রদায়ের একজন সদস্যকে হাতের কাজের জন্য ৪০ পিস বাঁশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধীকার জন কল্যাণ ফাউন্ডেশন এম, জে, এফ,এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত জনাব ফাহিম আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পল্লব মিস্ত্রি। বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ও ডিএফই শাহানিমা আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, আরিফুল হক, রহিমা, শরিফা সহ শিক্ষক-কর্মচারী ও উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

সবার উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।