ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ
অক্টোবর ১, ২০২৫ ১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

“আমরা বলবো আপনার কথা”এই স্লোগানকে ধারণ করে সাতক্ষীরার স্থানীয় দৈনিক সাতক্ষীরার কথা পত্রিকার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টায় নলতায় পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সকলকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরার কথা’র সম্পাদক প্রভাষক এস.এম মামুন বিল্লাহ্ বলেন- “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই সাতক্ষীরার কথা’র মূল অঙ্গীকার। সত্য প্রকাশে কখনো আপোষ করবেনা। সংবাদকর্মীদের বিপদ-আপদে সাতক্ষীরার কথা পত্রিকা প্রতিনিধিদের পাশে থাকবে। তিনি আরো বলেন, পত্রিকার প্রতিনিধিরাই মাঠের মূল শক্তি, তাঁদের নিরলস পরিশ্রমেই পাঠকের আস্থা অর্জন সম্ভব।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক দৃষ্টিপাত প্রতিনিধি রফিকুল ইসলাম, সাতক্ষীরার কথা’র বার্তা সম্পাদক তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি আবুল হুসাইন, ভ্রাম্যমাণ প্রতিনিধি ডাঃ ফজলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, নিজস্ব প্রতিনিধি খায়রুল ইসলাম, সাব্বির আলী খান ছিন্টু, দেবহাটা প্রতিনিধি আরিজুল ইসলাম, ডেস্ক ইনচার্জ আবু রায়হান, নলতা প্রতিনিধি লতিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ।

এসময় প্রতিনিধিদের হাতে পত্রিকার পরিচয়পত্র তুলে দেয়া হয়।