সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার পূর্বনলতার মানিক তলায় ওয়েল্ডিং মিস্ত্রির দোকানে অসমাজিক কাজের অভিযোগে ১০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে ২জনকে আটক করে জনতা। আটককৃতরা হলো নলতার ইছাপুর গ্রামের ওয়াজেদ আলী বিশ্বাসের পুত্র মানিকতলার ওয়েল্ডিং মিস্ত্রি আঃ আলিম (৪৫) ও পূর্বনলতা গ্রামের আছের আলী মিস্ত্রির স্ত্রী হালিমা খাতুন (৩৫)। ঘটনার বিবরণে জনাযায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে আঃ আলিম তার ওয়েল্ডিং ব্যবাসায়ী প্রতিষ্ঠানে হালিমা খাতুনকে নিয়ে অন্ধকারে ছিলো। স্থানীয়রা জানতে পেরে তাদেরকে আটক করে। এসময় উত্তেজনা বিরাজ করতে থাকলে নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এসে উভয়কে তাদের পরিবারের হাতে তুলে দেন। এব্যাপারে নলতা হাটখোলা দোকান মালিক কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, আমি জানতে পেরে ঘটনাস্থলে যেয়ে তাদেরকে পরিবারের হাতে তুলে দেই। তবে আটককৃতদের বিরুদ্ধে এর আগেও এধরনের অভিযোগ আছে।