ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নলতায় তারেক রহমানের বিবিসি সাক্ষাৎ প্রামাণ্যচিত্র প্রদর্শনী

লতিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
অক্টোবর ১৪, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা শরিফ মোড় সংলগ্ন সানি মার্কেটের সমনে সোমবার (১৩অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি সাক্ষাৎ নামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রদর্শনীটি দেখতে ভিড় করেন নানা শ্রেণি পেশার মানুষ।

সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া প্রদর্শনীতে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের পটভূমি, প্রেক্ষাপট এবং অংশগ্রহণকারীদের আত্মত্যাগের নানা দিক নিয়ে বিবিসি সাক্ষাৎকারে তারেক রহমান আলোচনা করেন। দর্শকরা জানান, তারেক রহমান বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষক, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলে নেতাকর্মীদের ২৪ জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন সে বিষয়ে আলোচনা করেন।

উদ্যোক্তাদের ভাষায়, নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরাই ছিল আমাদের মূল লক্ষ্য। প্রদর্শনী শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে তার সাথে একতাবদ্ধ হয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নলতা ইউনিয়ন সভাপতি জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোখলেসুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী নলতা ইউনিয়ন কৃষকদলেরনলতা ইউনিয়ন কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক,মাস্টার শাহিনুর রহমান,নলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, নলতা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, অলিউর রহমান,খানজাহান আলী,শাহজালাল, শেখ আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান প্রমূখ।

স্থানীয় এক দর্শনার্থীর কথায়, “ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, এভাবে চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিলে তা নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে যায়।