ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

নলতা রূপালী ব্যাংক ম্যানেজারের সামনে থেকে ব্যবসায়ীর ১৫ হাজার টাকা লুট

তরিকুল ইসলাম লাভলু, বিশেষ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংকের পুরাতন মালামাল ক্রয়ের ফাঁদে ফেলে ম্যানেজার ফিরোজ হোসেনের সহায়তায় তার সামনে থেকে গরিব অসহায় বাবলু গাজী নামে এক ভাংড়ী ব্যবসায়ীর নিকট থেকে অভিনব কায়দায় ১৫ হাজার টাকা লুট করে চম্পট দিয়েছে এক প্রতারক। তবে ওই প্রতারকের নাম পরিচয় পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইলে একাধিকবার ফোন দিলেও ধরে মুন্সীগঞ্জের এক হোটেল মালিকের বলে জানায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রুপালি ব্যাংক নলতা শাখায়। তবে বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এক প্রতারক নলতা রূপালী ব্যাংকের ভিতরে এসে ম্যানেজার ফিরোজ হোসেনকে বলে সে ব্যাংকের পুরাতন মালামাল ক্রয় ও কোটেশন করার জন্য এসেছে। ব্যাংক ম্যানেজার ওই প্রতারককে কোন প্রকার যাচাই-বাছাই ছাড়া তার নিকট পুরাতন মালামালের তালিকা দিয়ে পিয়ন আব্দুল কাদেরকে দিয়ে মালামাল দেখাতে পাঠায়। বিষয়টি ব্যাংকের কাউকে না জানিয়ে মাগুরালি গ্রামের জাহাঙ্গীর হোসেন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে ডেকে আনে। পুরাতন মালামাল ক্রয় করার মত জাহাঙ্গীরের নিকট টাকা না থাকায় তার মহাজন ঘোড়াপোতা গ্রামের আশরাফুল স্টোরের মালিক ভাংড়ি ব্যবসায়ী বাবলু গাজী কে ডেকে আনে। ভাংড়ী ব্যবসায়ী বাবলু গাজী আসলে তড়িঘড়ি করে তার নিকট থেকে ১৫০০০ টাকা হাতিয়ে নিয়ে বাকি টাকা ও মাপার মিটার নিয়ে আরো এক লাখ টাকা আনত বলে । টাকা আনতে যাওয়ার সুযোগে প্রতারক ব্যাংক থেকে পালিয়ে যায়। বাবলু গাজী টাকা নিয়ে ফিরে এসে দেখে প্রতারক পালিয়ে গেছে। ওই সময় বিষয়টি নিয়ে ব্যাংক ম্যানেজারকে জানিও কোন লাভ হয়নি । ব্যাংকের সিসি ক্যামেরা দেখা যায় প্রতারক কিভাবে ব্যাংকে বসে ম্যানেজারের সামনে থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। তবে ম্যানেজারের সামনে বসে টাকা নিয়ে এক প্রতারক উধাও হলেও ব্যাংক ম্যানেজার কোন ব্যবস্থা না নেওয়ায় তার ভূমিকা ও নিরাপত্তা নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ম্যানেজার ফিরোজ হোসেনের নিকট জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন ওই প্রতারক প্রথমে এসে তার নিকট থেকে পুরাতন মালামালের তালিকা নেয় কোটেশন করে ঢাকায় যেয়ে টেন্ডার করে আনবে বলে। পরে টাকা নেওয়ার বিষয়টি তার জানা নেই।