ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফিংড়িতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে শিশু কার্ডের অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুজ্জামান বাবুর বিরুদ্ধে শিশু কার্ডের চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) গোবরদাড়ি গ্রামের মোহাম্মদ আলীর কন্যা সাবিনা ইয়াসমিন বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাদী সাবিনা ইয়াসমিন ও তার মা কোহিনুর বেগম ৩ সেপ্টেম্বর ফিংড়ি ইউনিয়ন পরিষদে শিশু কার্ডের চাউল আনতে গেলে জানতে পারেন, গত মাসে তাদের নামে বরাদ্দকৃত চাল স্থানীয় মামুনুর রশিদ নামে একজন ব্যক্তি চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় উত্তোলন করে নিয়েছেন। চলতি মাসের চাউল দেওয়ার বিষয়েও তারা অস্বীকৃতি জানান।
বাদীর অভিযোগ, বিষয়টি নিয়ে সরাসরি চেয়ারম্যান ও মেম্বারের কাছে গেলে তারা উপস্থিত জনতার সামনে অপমানজনক ভাষায় চাউল না দেওয়ার কথা বলেন এবং বেশি বাড়াবাড়ি করলে দেখে নেওয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, চেয়ারম্যান লুৎফর রহমান ও সহযোগীরা নিয়মিত কার্ড সংক্রান্ত বিভিন্ন অনিয়ম করে আসছেন। সপ্তাহে একাধিকবার মেম্বারদের নিয়ে বৈঠক করে বিভিন্ন কার্ড থেকে অর্থ আদায় করা হয়। এমনকি পানির ট্যাংক দেওয়ার নামে প্রতিজনের কাছ থেকে তিন হাজার টাকা করে নিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এ নিয়ে গ্রামাঞ্চলে আলোচনা-সমালোচনা চলছে। এলাকাবাসী ও সচেতন মহল অনিয়মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।