নামাজ আদায়ের জন্য শুধু মসজিদে আসলে হবে না পাশাপাশি মসজিদটিকে সমাজ গঠনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। মসজিদ থেকে মানুষকে ন্যায়পরায়ণতা, সততা, ভ্রাতিত্ববোধ ছাড়াও মাদক, জঙ্গিবাদ ,সন্ত্রাসবাদ মুক্ত সমাজ গঠনের শিক্ষা নিয়ে একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার সহায়ক হতে পারে। তাহলে আমাদের সমাজ , পরিবার থেকে অন্যায়, দুর্নীতি রোধ করে সরকারের উন্নয়ন কার্যক্রমকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন ধর্ম যার, যার কিন্তু বাংলাদেশটা কিন্তু সবার। এখানে সব ভেদাভেদ ভুলে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি শিক্ষা ,সামাজিক মূল্যবোধ ও মানবিকতা চর্চার মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে শান্তির উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিগঞ্জ থানা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় কালে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ খুতবার সময় মূল্যবান এ কথাগুলো বলেন ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ও থানা জামে মসজিদের সভাপতি মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ মৃধা, কালিগঞ্জ থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আজিজী ছাড়াও বিপুল সংখ্যক মুসল্লিরা উপস্থিত ছিলেন। ওই সময় জেলা প্রশাসক মহোদয় মসজিদের উন্নয়ন কাজ এগিয়ে নিতে ৩ টন চাউল বরাদ্দের ঘোষণা দেন।