ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের সঙ্গে সাতক্ষীরার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির দলীয় মনোনয়ন প্রাত্যাশিরা সাক্ষাত করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সাথে।

এসময় মনোনয়ন প্রত্যাশীরা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দলকে ক্ষমতায় নিতে তাদের কার্যক্রম বিষয়ে নেতৃবৃন্দকে অবহিত করেন। এই সময় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাদির (টাইগার সহেল), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম খান।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, মির্জা ইয়াছিন আলী ,সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। শাহজাহান রনি , সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আমিনুর রহমান মিনু, সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি। এসময় উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কৃষক দলের সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক, মাহমুদুল আলম শাহিন, মোঃ ইব্রাহিম কবির মিঠু সাবেক সিনিয়র সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সাক্ষাৎ শেষে আব্দুল্লাহ আল কাদির (টাইগার সহেল), বলেন,  দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। দলের মনোনয়ন বোর্ড  যাকেই মনোনয়ন দিবে তার পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব।  তবে, এখনো  প্রার্থী মনোনয়ন চুড়ান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।