সাতক্ষীরার প্রখ্যাত আলেমেদ্বীন, আগরদাড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক জেলা জামায়াতের সম্মানিত আমীর, হাজারও শিক্ষার্থীদের উস্তাদ, সাতক্ষীরা-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হৃদরোগজনীত অসুস্থ্য হওয়ায় তাকে দেখতে গেলেন ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ ও জামায়াতের নলতা ইউনিয়নের সাবেক আমীর মাওলানা আকবর হুসাইনের নেতৃত্বে মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ এলাকাবাসী। এসময় তারা হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হুজুরের রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে দেবহাটায় তার বাড়িতে দেখতে যান তারা। এসময় হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হুজুর সুস্থ্যতার জন্য সাতক্ষীরাবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন-ইন্দ্রনগর হুসাইনাবাদ সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ আকবর আলী, প্রভাষক মাওলানা আফফান আলী, বাংলা প্রভাষক রফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়েতের আমীর শিক্ষক আকবর আলী, শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, শিক্ষক মুহিব্বুল্লাহ হুসাইন, মোনাজাত আলী, মহিবুল্লাহ্ শেখ, নলতা ইউনিয়ন ৬নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মোঃ তাছুম বিল্লাহ্, সাংবাদিক মামুন বিল্লাহ্, শিক্ষক শাহিনুর রহমানসহ অনেকে।
উল্লেখ্য, গত মাসে হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার হুজুর শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তার হার্টের এনজিওগ্রাম করানো হয়। এসময় তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেয়। পরে গত ২৪ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার হার্টের বাইপাস সার্জারি করানো হয়।