সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (০৩ সেপ্টেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, ভোমরা, পদ্মশাখরা, বৈকারী, কাকডাঙ্গা, তলুইগাছা, হিজলদী, চান্দুরিয়া বিওপি এবং বাকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৫ বোতল ভারতীয় মদসহ বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, শাড়ি, কসমেটিকস ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
এর মধ্যে চান্দুরিয়া বিওপি সীমান্তের গোয়ালপাড়া এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিল, ভোমরা ও বাকাল চেকপোস্ট থেকে মোট ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া কালিয়ানী, বৈকারী, কাকডাঙ্গা, হিজলদী, সুলতানপুর, তলুইগাছা, মাদরা ও পদ্মশাখরা বিওপি থেকে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি, কসমেটিকস ও অন্যান্য মালামাল আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা। এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল।
আটককৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে এবং অন্যান্য মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বলেন,
“দেশীয় শিল্প রক্ষা, রাজস্ব বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। স্থানীয় জনগণ এ ধরনের অভিযানে সন্তুষ্ট হয়ে বিজিবিকে সাধুবাদ জানিয়েছে।”