সাতক্ষীরা পৌরসভায় সমাজসেবা অধিদফতরাধীন ভাতা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে লাইভ কৌটাকেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। এ কার্যক্রম নির্বিঘ্ন করতে ট্যাগ অফিসার ও সহায়ক কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে পৌরসভা।
সূচি অনুযায়ী, ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসাররা হলেন-মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, সাতক্ষীরা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র।
আয়েশা খাতুন, উপতত্ত্বাবধায়ক, সরকারি শিশু পরিবার (বালক), সাতক্ষীরা।
শারমিন সুলতানা, সমাজসেবা অফিসার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, সদর হাসপাতাল।
প্রবীর রায়, সমাজসেবা অফিসার (রেজিঃ), জেলা সমাজসেবা কার্যালয়।
মো. আব্দুল সামাদ, রিসোর্স শিক্ষক, সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম।
মো. জিয়াউর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা, সাতক্ষীরা পৌরসভা।
সহায়ক কর্মচারীরা হলেন-ফাতেমা খাতুন, পৌর সমাজকর্মী।
বন্যা সরকার, পৌর সমাজকর্মী।
মো. মকবুল হোসেন, ফিল্ড সুপারভাইজার।
অলকা সরকার, প্রশিক্ষক।
মো. তরিকুল ইসলাম, অফিস সহকারী (কম্পিউটার মুদ্রাক্ষরিক), সাতক্ষীরা পৌরসভা।
কামমুল ইসলাম, প্রশিক্ষক।
সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, “লাইভ কৌটাকেশন চলাকালীন সময়ে নির্ধারিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। এতে সুবিধাভোগীরা নির্ধারিত সময়ে সেবা পাবেন।”
সমাজসেবা অধিদফতর সূত্র জানায়, ভাতা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত পৌরসভা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর অনুমোদনক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।