ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় রহস্যজনকভাবে নিখোঁজ তরুণী, থানায় সাধারণ ডায়েরি

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা :
অক্টোবর ১৪, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রাম থেকে শাপলা খাতুন (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর তার চাচা মো. ইয়াছিন আলী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
থানার সাধারণ ডায়েরি (জিডি) নং ৬৭০, তারিখ ১২ অক্টোবর ২০২৫।
জিডিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর সকাল আনুমানিক ৬টার দিকে শাপলা খাতুন স্বামীর বাড়ি তলুইগাছা গ্রাম থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজ শাপলার বয়স ১৯ বছর। গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাপা সালোয়ার কামিজ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শাপলার কোনো সন্ধান পাওয়া গেলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মো. ইয়াছিন আলী বলেন, আমরা সর্বত্র খোঁজ করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। আশা করছি, প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।