সাতক্ষীরায় সফলভাবে শেষ হলো সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫’। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, যিনি বিজয়ী স্টলসহ অংশগ্রহণকারী নার্সারিদের হাতে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং যশোর অঞ্চলের সহকারী বন সংরক্ষক অমিতা মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু প্রমুখ।
সমাপনীতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এই ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ জোগাতে কার্যকর ভূমিকা রাখে।
এদিন অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সাতক্ষীরা নার্সারী প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পায় যথাক্রমে আল্লাহর দান নার্সারী ও সাঈদ নার্সারী। এছাড়া অংশগ্রহণকারী সকল স্টলকে সনদপত্র প্রদান করা হয়।