ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সীমান্তে অপরাধ রোধে বিজিবির মতবিনিময় ও জনসচেতনতা সভা

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত এলাকায় চোরাচালান, নারী ও শিশু পাচার, মাদকসহ বিভিন্ন অপরাধ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

গত ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল ও ঝাউডাংগা চেকপোস্ট এলাকায় এসব সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি ও বিওপি কমান্ডারদের নেতৃত্বে আয়োজিত সভাগুলোতে সীমান্তবর্তী স্থানীয় জনগণ অংশ নেন।

সভায় বক্তারা অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধের পাশাপাশি মাদকদ্রব্যের কুফল সম্পর্কে উপস্থিতদের সতর্ক করেন। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসময় স্থানীয় মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক ২৮০০ থেকে ৩ হাজার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সীমান্ত এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে এলাকাবাসীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের যেকোনো তথ্য বিজিবিকে সরবরাহ করার আহ্বান জানানো হয়।

স্থানীয়রা সীমান্ত রক্ষা ও যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।