ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপানোয় ১১ জনের বিরুদ্ধে মামলা

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

জমি নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় শাহিনুর কবির নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে হাসানুর রহমান হাসানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় রবিবার আহত শাহিনুরের বাবা লিয়াকাত গাজী মামলা করেন। শনিবার সকাল ৯টার দিকে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহতরা হলেন- শাহিনুর কবিরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শাহিনুর সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি নিয়ে বিরোধের জেরে শাহিনুর কবিরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে আবারও হামলা চালানো হয়। এসময় তার ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর আহত হন, পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। এ সময় হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে এবং আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত হাসানুর রহমান হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, “জমির কাগজ আমাদের রয়েছে। তারা জোর করে দখল করে রেখেছে।”

তবে মারধরের ঘটনা প্রসঙ্গে তিনি সরাসরি কোনো জবাব দেননি।

পাটকেলঘাটা থানার ওসি শহিনুর রহমান জানান, সকালে এই ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।