আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সাতক্ষীরায় এবার মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৫৫টি মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সদর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর ইশতিয়াক আহমেদ, ৩৩ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন শাদমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।
এবারের পূজায় সাতক্ষীরার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০৬টি (পৌরসভায় ১৮টি), তালায় ১৯৫টি, কলারোয়ায় ৪৪টি, শ্যামনগরে ৬৯টি, আশাশুনিতে ১০৩টি, কালীগঞ্জে ৪৯টি এবং দেবহাটায় ২১টি মণ্ডপ।
ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোর মধ্যে শ্যামনগরে ২০টি, আশাশুনিতে ২৩টি, কলারোয়ায় ৬টি, দেবহাটায় ৪টি ও কালীগঞ্জে ২টি রয়েছে বলে পূজা উদযাপন কমিটির নেতারা সভায় জানান।
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।