র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ সাত মামলার পলাতক ও এক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে সাতক্ষীরায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, র্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল আজ ১৩ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে দুপুরে সাতক্ষীরা সদর থানার খুলনার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ ফিরোজ হোসাইনকে (পিতা— মোস্তাফিজুর রহমান, গ্রাম গাংনিয়া, থানা ও জেলা সাতক্ষীরা) গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, ফিরোজ হোসাইনের বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টি মাদক মামলা ও ১টি চুরি মামলা। এ ছাড়াও একটি মাদক মামলায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে নিশ্চিত করা হয়।