ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান: প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল সীমান্তবর্তী গেড়াখালী ও বাগাডাঙ্গীর মোড় এলাকা থেকে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। একইদিন তলুইগাছা, মাদরা, কুশখালী, চান্দুরিয়া, পদ্মশাখরা এবং ভোমরা বিওপির পৃথক অভিযানে বিভিন্ন স্থানে আরও ৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করা হয়।

সব মিলিয়ে বিজিবি সর্বমোট ৭ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় মালামাল আটক করে।

উদ্ধারকৃত মালামাল দ্রুত সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।