সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনভর সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা, তলুইগাছা, পদ্মশাখরা, মাদরা এবং হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি'র ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল দল কলারোয়া উপজেলার বোয়ালিয়া থেকে ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এছাড়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ভারতীয় ঔষধ ও শাড়িসহ মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- তেতুলবাড়ি এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, কুলিয়া রোড থেকে ৪০ হাজার টাকার ঔষধ, দাতভাঙ্গা মাঠ থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, শ্মশান এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া মাঠ থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, কালিয়ানী থেকে ৭০ হাজার টাকার ঔষধ, নতুনপাড়া থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, বাকাল চেকপোস্ট থেকে ৬২ হাজার ৮০০ টাকার শাড়ি ও ঔষধ।
সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৫ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা।
বিজিবি জানায়, এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
বিজিবি আরো জানায়- উদ্ধারকৃত এসব ভারতীয় মালামাল মালামাল সাতক্ষীরা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।