পবিত্র ঈদে-ই মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) উদযাপন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রভাতী শাখা মোঃ শফিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত দিবা শাখা ওয়াহিদা সুলতানা, সহকারী শিক্ষক দীপাসিন্ধু তরফদার, মোহাম্মদ হাবিবুল্লাহ, হারাধন কুমার আইচ ও মোঃ আবু বকর। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ শরিফুজ্জামান। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শেখ তাজুর রহমান। শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।