ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচা লনা করে প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কালিয়ানী, ঘোনা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহলদল ৭০ হাজার টাকা, কালিয়ানী বিওপি ৩৫ হাজার টাকা, ঘোনা বিওপি ১৭ হাজার ৫০০ টাকা, মাদরা বিওপি ৩৫ হাজার টাকা, বৈকারী বিওপি ৭০ হাজার টাকা, তলুইগাছা বিওপি ৭০ হাজার টাকা, ভোমরা বিওপি ৩৫ হাজার টাকা এবং হিজলদী বিওপি ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ টহলদল ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে।

সব মিলিয়ে বিজিবি প্রায় ৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও বিভিন্ন মালামাল আটক করেছে।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এসব অভিযান দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্পের বিকাশ এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।