ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা সীমান্তে মদসহ ৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
আগস্ট ২৫, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার (২৫ আগস্ট) ৫ বোতল ভারতীয় মদসহ প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানে ঘোষপাড়া হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
এছাড়াও, কালিয়ানী বিওপির আভিযানে বটতলা হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। হিজলদী বিওপির আভিযানে শিশুতলা হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
পদ্মশাখরা বিওপির আভিযানে হাড়দ্দাহ হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। গাজীপুর বিওপির আভিযানে বেলতলা হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে আমবাগান হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
ভোমরা বিওপির আভিযানে ঘোষপাড়া হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে খামারবাড়ি হতে ৩৩ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানে লাঙ্গলঝড়া হতে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, চান্দুরিয়া বিওপির আভিযানে কাদপুর আমবাগান হতে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৬ লাখ ৮৮ হাজার টাকা।
বিজিবি আরো জানায়, টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও, মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।