সাতক্ষীরা-৩ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলাকে একত্রীভূত আসন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সাড়ে ৫ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সাতক্ষীরা-৩ আসনে আগামী নির্বাচনে কালীগঞ্জ উপজেলার গরীবের ডাক্তার খ্যাত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের পক্ষ শোভাযাত্রাটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশ শেষে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য খাইরুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ। বক্তারা বলেন আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যাকে মনোনয়ন দেবেন বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।