ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধিঃ
অক্টোবর ১৪, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের ন্যায় সাতক্ষীরায়ও সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
এদিকে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ জেলা শিক্ষক সমিতি এক জরুরি সভা ডেকে তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে।

বেতন-ভাতার ন্যায্য দাবিসহ ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর রোববার (১২ অক্টোবর) চড়াও হয় পুলিশ। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ লাঠিচার্জ করা হয়। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। ওই সময় পাঁচজনকে আটক করা হয়। এর প্রতিবাদে সোমবার থেকে সারা দেশের ন্যায় সাতক্ষীরার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।