ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ৫৬টি ব্যাংক হিসাব জব্দ

বিশেষ প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক এবং সন্তান জিয়াউল হক-এর মোট ৫৬টি ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ প্রদান করেছেন ঢাকার একটি আদালত।

এই হিসাবগুলির মধ্যে, রুহুল হকের ৩৯টি, ইলা হকের ২টি এবং জিয়াউল হকের ১৫টি হিসাব অন্তর্ভুক্ত রয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিলেন।

দুদক-এর জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ ব্যাপারে বিশদ তথ্য প্রদান করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, আ.ফ.ম রুহুল হক নিজ এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন করার অভিযোগ রয়েছে। এই হিসাবগুলিতে গোপনে অর্থ স্থানান্তরের চেষ্টা করে সেগুলি অন্যত্র হস্তান্তর বা বন্ধক করার প্রচেষ্টাও করা হচ্ছে বলে তদন্তের সময়ে দেখা গেছে। এর ফলে, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে ফ্রিজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সেগুলোর অবরুদ্ধকরণের নির্দেশনার জন্য আবেদন করা হয়েছে।