ঢাকাসোমবার , ২৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে পুশ কৃত ১৬ কেজি বাগদা চিংড়ি জব্দ

মামুন বিল্লাহ, নিজস্ব প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৫ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ১৬ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করলেও মূল হোতাকে আটক করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার ২৬ আগস্ট বেলা ১০ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে। প্রকাশ্য দিবালোকে বিভিন্ন বাসা বাড়িতে মাছের ডিপোই বা গোপন স্থানে বসে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার ডিবি পুলিশের উপ পরিদর্শক মিনহাজুল ইসলামের নেতৃত্বে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কে সাথে নিয়ে অভিযানের সময় ফতেপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হানা দিয়ে ১৬ কেজি পুশ কৃত বাগদা চিংড়ি জব্দ করে। খবর পেয়ে মূল হোতা চিংড়ি ব্যবসায়ী চাচাই গ্রামের আলমগীর হোসেন পালিয়ে যায়। পরে জব্দকৃত পুশকৃত বাগদা চিংড়ি গুলো স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ ও মাসোয়ারা দিয়ে এই অপকর্ম চালিয়ে আসছিল বলে স্থানীয়রা সাংবাদিকদের জানান।