ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

খানজিয়ায় মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধিঃ
আগস্ট ২৯, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের আয়োজনে মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার খানজিয়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসার অমিত কুমার বিশ্বাস। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজিবির খানজিয়া বিওপি কোম্পানি কমান্ডার মোঃ এলিচ মাহমুদ, নলতা ইউপি চেয়ারম্যান আরিজুল ইসলাম, বিএনপি নেতা বাবু মিলন কুমার ও ছাত্রদল নেতা ফরহাদ হোসেন (সাদ্দাম) প্রমুখ।

এসময় বক্তারা বলেন- “মাদক ব্যবসায়ীদের কোনো সহায়তা নয়”। যারা দেশের বাইরে যেতে চান, তারা যেন ইউনিয়ন পরিষদের মাধ্যমে সঠিকভাবে আলোচনা করেন।”

তিনি জোর দিয়ে বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। এটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি জাতীয় দুর্যোগ। সকল অভিভাবককে অনুরোধ করবো, আপনার সন্তান যেন কখনো মাদকের ছোঁয়ায় না আসে। মাদক এখনো পুরোপুরি বন্ধ হয়নি। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।