সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বৈকারী, কাকডাঙ্গা, গাজীপুর, মাদরা, ঘোনা, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কলারোয়া থানাধীন রিউর বাজার এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। একই দিনে বৈকারী বিওপির দল বৈকারী এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির টহল দল সাতক্ষীরা সদর থানার গেড়াখালী ও দখলের মোড় এলাকা থেকে প্রায় ৪ লাখ ২৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির অভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দা আমবাগান ও ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
একইভাবে গাজীপুর বিওপি বোস্তানের ঘের এলাকা থেকে ৩৫ হাজার টাকার, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার, চান্দুরিয়া বিওপি কাদপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকার এবং গাজীপুর বিওপি গাজীপুর এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে।
সবশেষে ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পুনরায় রেউই বাজার থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
বিজিবি জানায়, এসব মালামাল ভারত থেকে অবৈধভাবে এনে শুল্ককর ফাঁকি দিয়ে পাচার করা হচ্ছিল। এতে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযানে উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১০ লাখ ২০ হাজার টাকা। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।