ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে বিএনপির ৮ ইউনিয়ন সম্মেলনে ৪ লক্ষ ৭৭ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি

লতিফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২৮ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে প্রতিটি ইউনিয়নে ৩টি পদের বিপরীতে ৮ ইউনিয়নের ৭৫ জন প্রার্থীর নিকট ৪ লক্ষ ৭৭ হাজার টাকার মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে এ মনোনান পত্র বিতরণ ও বিক্রি করা হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আওতাধীন সাতক্ষীরা- ৩ আসনের দায়িত্বপ্রাপ্ত টিম লিডারের মনোনীত সদস্য অলিউর রহমান এবং শিহাবুজ্জামান উপস্থিত থেকে এ মনোনয়নপত্র বিতরণ ও বিক্রি করা হয়। প্রতিটি ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনের সম্পাদক পদে মোট ৮ টি ইউনিয়নের ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেন। মনোনয়নপত্রের মূল্য হিসেবে সভাপতি পদে ৫ হাজার, সাধারণ সম্পাদক পদে ৪ হাজার এবং সাংগঠনিক সম্পাদক পদে ৩ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়। মনোনয়ন পত্র বিতরণের ইউনিয়নগুলো হল কৃষ্ণনগর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন ,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, কুশুলিয়া ইউনিয়ন, মৌতলা ইউনিয়ন, মথুরেশপুর ইউনিয়ন, ধলবাড়িয়া ইউনিয়ন এবং রতনপুর ইউনিয়ন। ৮ টি ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে ২৭ জন ,সাধারণ সম্পাদক পদে ২৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র কিনে সংগ্রহ করেন।