ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় বিএসটিআই অনুমোদনহীন আইসক্রিম কারখানায় টাস্কফোর্স অভিযান

জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ প্রতিনিধি:
আগস্ট ২২, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিএসটিআই অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় “এম এম সুপার আইসক্রিম ফ্যাক্টরী” নামের প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চলে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি-এর সার্বিক দিকনির্দেশনায় চাঁন্দা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি, বিএসটিআই কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১৫ জন বিজিবি সদস্য, বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নান ও পুলিশের তিন সদস্য।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় “এম এম সুপার আইসক্রিম ফ্যাক্টরী”র মালিক খালেদা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান। বিজিবির এ পদক্ষেপ জনস্বাস্থ্যের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।