ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কৃষি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. টপ৯
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নারী ও শিশু
  14. পজিটিভ বাংলাদেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে জবর দখল ঠেকাতে সুনীল মন্ডল নিজের বাড়িতে আগুন নাটক!

নিজস্ব প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

জমির জবর দখল ঠেকাতে গভীর রাতে সুনীল মন্ডলের ঘরে আগুন নাটক! জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে রাতের আঁধারে সুনীল মন্ডল নিজের ঘরে নিজে আগুন দেওয়ার নাটক কান্ড ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে চলছে নানান গুঞ্জন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল, কালিবাড়ি গ্রামে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘটনাস্থলে গেলে সুনীল মণ্ডল তার পুত্র সংকর মন্ডল, মেয়ে চম্পা ও পুত্রবধূ সরস্বতী মন্ডল এ প্রতিনিধিকে জানায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ সামাদ গংরা এ ঘটনা ঘটাতে পারে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে সে বিষয়ে তারা দেখেনি এবং বলতে পারছে না। মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে তাদের রান্না ঘরের পাশে কাঠের স্তুপে আগুন জ্বলতে দেখে তারা দ্রুত উঠে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায়। অন্যদিকে ভূমি মালিক আব্দুস সামাদ গাজী এবং তার পুত্র আলমগীর হোসেন জানায় এই অগ্নিকাণ্ডের বিষয়ে তারা কিছুই জানেন না এবং তারা কেউ এখানে বসবাস করেন না। তবে পরিকল্পিতভাবে তাদেরকে ফাঁসানোর জন্য একান্ডো ঘটিয়ে থাকতে পারে বলে জানায়। সকালে রঘুনাথ খা নামে এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে তারা প্রথমে বিষয়টি জানতে পারেন। পরে তার মিল কতচারীদের নিকট জিজ্ঞাসা করলে তারা অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পারেন। কালিবাড়ী বাজারের নৈশ প্রহরী নারায়ণ অধিকারী, মজিবর রহমান, পরিতোষ নন্দী, এবং ব্যবসায়ী মলয় সরকার জানায় রাতে আগুন জ্বলা অবস্থায় সুনীল মণ্ডল এসে আমাদেরকে ডেকে নিয়ে যায়। আমরা সেখানে যেয়ে তার কাঠের ঘরের একপাশে আগুন জ্বালা অবস্থায় পুকুর থেকে পানি দিয়ে নিভাতে দেখেছি। মঙ্গলবার গভীর রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় সকাল ৯ টা এবং বেলা ১ টার দিকে জেলা এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। চাম্পাফুল মৌজার এস,এ ২৩৩, ২৫২ নং খতিয়ানের ৮৮ দাগ হতে ২ টি দলিলে জমির মালিক কমল মন্ডল ১.৩২ একর জমি চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীর হোসেনের নিকট বিক্রি করে। অন্যদিকে সুনীল মন্ডল নিজের ৫৪ শতক জমি থাকতে আলমগীরের নিকট বিক্রিত ৪ বিঘা জমি তার দাবি করা ছাড়াও কমলের আরো ১.০৩ একর অর্থাৎ ৩ বিঘা জমি সুনীল মণ্ডল জবর দখল করে ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তির জবরদখল ঠেকাতে নিজের বাড়িতে নিজে আগুন দিয়ে প্রতিপক্ষকে জব্দ ও ফাঁসাতে এ কাজ করেছে বলে এলাকার একাধিক ব্যক্তি জানায়। এ বিষয়ে সুনীল মণ্ডল নিজে আদালতে মামলা করে নিজে ফেঁসে গেছেন বলে এলাকাবাসী জানান। তার করা মামলায় এবং ভুয়া দখলের খবরে পুলিশ এসে কারণ দর্শানোর গ্যাড়াকলে পড়ে ক্ষমা চেয়ে আদালত থেকে রেহাই পায়। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) নিকট জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে তাদের কোন কিছু জানা নাই তবে অন্যভাবে তারা জানলেও এখনো পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।