কালীগঞ্জের নলতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)উদযাপন উপলক্ষে নলতা মিতালী কচি কাচার মেলার পক্ষ থেকে নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা হল রুমে ৬ই সেপ্টেম্বর বিকাল ৫টায় নলতা ইউনিয়ন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মধ্য হইতে কেরাত, হামদ, নাত, প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মিতালী কচিকাঁচার মেলার উপদেষ্টা আলহাজ্ব সাইদুর রহমানের সভাপতিত্বে ও নলতা মিতালী কচি কাচার মেলার সভাপতি আব্দুল বারী আল বাকীর পরিচালনায় অতিথিদের মধ্যে আলোচনা রাখেন আইডিয়ালের পরিচালক ডাক্তার নজরুল ইসলাম, খান বাহাদুর আহসানুল্লাহ ইন্সটিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, নলতা মিতালী কচি কাচার মেলার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রফেসর হারুন আর রশিদ,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, মাস্টার মাহাবুবুর রহমান, শাহিনুর রহমান, নলতা শরিফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর আলম, নলতা শরিফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ,
নলতা শরিফ প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম,নলতা শরিফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক আবুল হোসেন,সিনিয়র সাংবাদিক আবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী।