খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএস কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা পশুহাট টাওয়ার রোডে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে আটা বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ডিলার আরফান ট্রেডিং-এর মালিক শেখ নুরুল আমিন মন্টু এর উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী দিনে প্রতিজন ক্রেতাকে সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আল আমিন হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আটা কিনতে আসা ক্রেতারা জানান, সরকারের এই ওএমএস কার্যক্রমের মাধ্যমে তারা স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন। এতে তাদের আর্থিক সাশ্রয় হচ্ছে এবং বাজারের অতিরিক্ত মূল্য থেকে মুক্তি মিলছে।
ডিলার শেখ নুরুল আমিন মন্টু বলেন, “জনগণের হক সঠিকভাবে বন্টন করাই আমার দায়িত্ব। ইনশাআল্লাহ আমি সঠিক ওজন মেপে গরিব মানুষের প্রাপ্য তাদের হাতে পৌঁছে দেব।